Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

 ভাঙ্গুড়া উপজেলা মৎস্য দপ্তরটি , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে সেবা প্রদানকারী  একমাত্র সরকারী প্রতিষ্ঠান। অত্র দপ্তরটি  উপজেলা পরিষদের দ্বিতীয় ভবনের প্রবেশ পথের ডান দিকের    পুরাতন  মিলনায়তনের পশ্চিম পার্শ্বে অবস্থিত। অত্র দপ্তরের মাধ্যমে মৎস্য ও চিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি ভিত্তিক মাছ ও চিংড়ি  চাষের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান, মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা ও মৎস্য সংরক্ষণ আইন বাসত্মবায়ন,  মৎস্য পোনা অবমুক্ত, উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য উপাত্ত সংগ্রহ, উন্নয়ন প্রকল্পের মাধ্যমে  জলাশয় পুনঃখনন, মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা,  বিল নার্সারী কার্যক্রম বাসত্মবায়ন  করা হয়। দেশের  প্রাণীজ আমিষের  চাহিদা  পুরণ , বৈদেশিক মুদ্রা  অর্জন,  দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্র দপ্তরের ভূমিকা  অপরিসীম।                                                                                 

ম্যাপ

আসুন জাটকা ও সামুদ্রিক প্রজাতির মাছের ডিম,লার্ভী ও পোনা রক্ষায় বেহন্দি জাল, কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকি-মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।